মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। ২০১৯ সালের শেষ দিকে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ছড়িয়ে পড়েছে ২২০টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটিতে ২ বছরের কম সময়ের মধ্যে এত মৃত্যু দেখলো বিশ্ব। করোনায় ৬ লাখের বেশি মৃত্যু নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই ব্রাজিল ও ভারতের অবস্থান। করোনায় বিশ্বে মোট শনাক্ত ১৮ কোটি ৪৯ লাখের বেশি। এদিকে, করোনার ডেল্টা ধরনের প্রভাবে ইউরোপজুড়ে সংক্রমণ বাড়তে থাকায় এখনই দেশগুলোকে বিধিনিষেধ তুলে না নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ ধরনের অদূরদর্শী সিদ্ধান্ত দেশগুলোর ভোগান্তি আরও বাড়িয়ে তুলবে বলেও সতর্ক করে সংস্থাটি। অন্যদিকে, বিজ্ঞানীদের সতর্কতাকে উপেক্ষা করেই আগামী দুই সপ্তাহের মধ্যে ব্রিটেনে করোনার বেশিরভাগ বিধিনিষেধ উঠিয়ে নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ডেল্টার প্রভাবে স্পেনে গত সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ৮৫ শতাংশ। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ইন্দোনেশিয়ায় করোনার নতুন ঢেউয়ে অন্তত ৬০০ শিশু প্রাণ হারিয়েছে।