কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেনন এবং করোনা পজেটিভ আরেক নারী রোগীনীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার দড়িভাষানিয়া গ্রামের মৃত হামজত আলীর ছেলে শফিকুর রহমান (৬৩) মারা যান এবং একই উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের ৫০ বছর বয়েসি এক নারীকে ঢাকায় রেফার করা হয়। দু’জনেই প্রচ- শ^াসকষ্ট, ঠা-া, সর্দি, কাশি ও জ¦র নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। দু’জনেরই অক্সিজেন সেচুরেশন ৩৫ মি.লিটারের নিচে নেমে গেলে ১২ লিটার করে অক্সিজেন দিয়ে ঢাকায় রেফার করা হয়। নারী রোগীনীটি ঢাকায় যেতে পারলেও শফিকুর রহমান এমব্যুলেন্সে ওঠার আগেই মৃত্যুবরণ করেন। তিনি হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহর চাচা। শফিকুর রহমানকে দড়িভাষানিয়া গ্রামে দাফন কাফন করা হয়েছে।
এ ব্যাপারে ডা. মো. শহিদ উল্লাহ জানান, বেশ কয়েকদিন যাবত তিনি কাশি, সর্দিজ¦রে ভুগছিলেন। আজ (মঙ্গলবার) হঠাৎ করে শ^াসকষ্ট দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কম্েপ্লক্সে আনা হয়। সেখানে পুরো ১২ লিটার অক্সিজেন দিয়েও সেচুরেশান বাড়ানো যায়নি। পরে ঢাকায় নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে মোট ২০৮৬ জনের। এদের মধ্যে ৩৮১ জন করোনা পজেটিভ, সুস্থ হয়েছেন ৩৪৩ জন এবং মারা গেছেন ৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ২৮ জন এবং হাসপাতালে পজেটিভ ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৫ জন। উপজেলার ৮৮৪৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ এবং ৫৮৯৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।