জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত রির্পোট অনুযায়ী সর্বশেষ প্রতিবেদনে জানাগেছে, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৪ টি নমুনা পরীক্ষায় ৩৫ জন, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫ টি নমুনা পরীক্ষায় ১ জন এবং জেলা/উপজেলা পর্যায়ে রেপিড এন্টিজেন পরীক্ষা টেস্টে ১২৮ টি নমুনা পরীক্ষায় আরো ২২ জন, সর্বমোট ২৯৭ টি নমুনা পরীক্ষায় নতুন করে ৫৮ জন করোনা সংক্রামিত হয়েছে। সরিষাবাড়ি উপজেলার রঘুনাথপুর এলাকায় ৫০বছর বয়সী এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।
এলাকা ভিত্তিক শনাক্ত করা হয়েছে,জামালপুর পৌরসভায় ডিসি অফিস ২ জন, বোষপাড়া ৩ জন, বানাকূড়া, শেখেরভিটা, নয়াপাড়া, ফায়ার সার্ভিস,এবং সদর উপজেলার মেস্টা,গোপালপুর ২ জন, ও নান্দিনাসহ মোট আক্রান্ত হয়েছে ১৩জন।
মেলান্দহ উপজেলায় পৗর শহরে ১জন উপজেলা পরিষদের ২ জন, হাজরাবাড়ী ২ জনসহ মোট ৫জন।
মাদারগঞ্জ উপজেলা- পলিশা, বীর পাকেরদহ, জুনাইল, চরবউলা, পৌরসভা, বাণীকূঞ্জ, মাদারগঞ্জ ৩ জন, বাকারচরসহ মোট ১০ জন।
ইসলামপুর উপজেলা- ইসলামপুর ৩ জন, গিলাবাড়ী ও মলমগঞ্জসহ মোট ৫জন।
সরিষাবাড়ী উপজেলা- আদ্রা, পিংনা বাজার, শেখেরপাড়া, মাইজবাড়ী, টিকরাপাড়া, দৌলতপুর ২ জন, ধানাটা, পিংনা, তারাকান্দি, মুলবাড়ী ২ জনসহ মোট ১৩জন।
দেওয়ানগঞ্জ উপজেলায় দেওয়ানগঞ্জ ২ জন, বাজারীপাড়া ২ জন, চিকাজানী, পোল্যাকান্দি ও ডালবাড়ীসহ মোট ৭জন।
বকশীগঞ্জ উপজেলা- উপজেলা পরিষদ, মালীরচর, ছড়িপাড়া ও বাংলাপাড়াসহ মোট ৫জন আক্রান্ত হয়েছে।
সারা জেলায় এ পর্যন্ত সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ হাজার ১৩৮ জন, সর্বমোট সুস্থ হয়েছে ২হাজার ৫৪৪ জন,সর্বমোট মৃত্যু হয়েছে ৫৪ জন,সর্বমোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬হাজার ৪৭৮ জনের। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জনের কার্যালয়,জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।