নোয়াখালীর সেনবাগে দিনদিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় করোনা রোগীদের অক্সিজেন সমস্যা দূর করার লক্ষে সেনবাগ প্রেসক্লাবে প্রতিষ্ঠা করা অক্সিজেন ব্যাংকে যোগ হলো আরো দুইটি অক্সিজেন সিলিন্ডার। মঙ্গলবার সকালে ১৪লিটারের ওই দুইটি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন সেনবাগের মরহুম আবদুল হাকিম ভূঁইয়া ফাউন্ডেশন। এরআগে সেনবাগ উপজেলার অজুনতলা উনিয়নের দৌলতপুর গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাকসুদুর রহমান ভূঁইয়া মাসুদ আরো দুইটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছিলেন। বর্তমানে সেনবাগ প্রেসক্লাবে অক্সিজেন ব্যাংকে ৪টি সিলিন্ডার রয়েছে। সেনবাগের যে কোন করোনা আক্রান্ত ও শ্বাস কষ্টের রোগীরা বিনামূল্যে ওই অক্সিজেন সেবা পাবেন। মঙ্গলবার (৬জুলাই) সকালে সেনবাগ উপজেলা চত্বরে মরহুম আবদুল হাকিম ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ওই অক্সিজেন সিলিন্ডার দুইটি আনুষ্ঠানিকভাবে সেনবাগ প্রেসক্লাবের সদস্যদের হাতে প্রধান অতিথি হিসাবে তুলে দেন, সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম মজুমদার, এ সময় উপস্থিত ছিলেন, সেনবাগ সরকারি কলেজের সাবেক ভিপি ও বিশিষ্ঠ্য শিক্ষানুরাগী আবু নাছেন দুলাল, আবদুল হাকিম ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কাদরা ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন ভূঁইয়া, সেনবাগ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সফি উল্লাহ,পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসিনা আক্তোর, সেনবাগ প্রেসক্লাবের সেক্রেটারী আবদুল আউয়াল, সাংবাদিক কাজী ফখরুল ইসলাম, সাংবাদিক নুর হোসাইন সুমন,সাংবাদিক জাহাঙ্গীর পাটোয়ারী, সাংবাদিক মোঃ হারুন প্রমুখ। যে কোন করোনা আক্রান্ত ও শ^াস কষ্টের রোগীরা বিনা মূল্যে অক্সিজেন সেবা নিতে সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করলে অক্সিজেন পৌছে যাবে রোগীর বাড়িতে।