জামালপুর সদর উপজেলায় পৃথক স্থানে এক এসএসসি পরীক্ষার্থীসহ এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুুলিশ সুত্রে জানাযায়,জামালপুর সদর উপজেলার মেস্টা চর মল্লিকপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মুক্তি আক্তার(১৬)এর সঙ্গে পাশর্^বর্তী চরহরিপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী মিরাজ আলী(১৬)এর প্রেমের সম্পর্ক ছিল। তারই জের ধরে
গত রোববার দিবাগত রাত ১০টার পর থেকে মুক্তি আক্তার নিখোঁজ হলে তার স্বজনরা খোঁজাখোজি শুরু করে। অবশেষে সোমবার (৫জুলাই) সকাল ১০টার দিকে গ্রামের একটি পরিত্যক্ত মাদ্রাসার ধর্ণার সঙ্গে ওড়নায় প্যাঁচানো ঝুলন্তবস্থায় মুক্তি আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের মা পারভীন আক্তারের অভিযোগ, তার মেয়েকে পাশবিক নির্যাতন করে হত্যার পর মেয়েকে ফাঁসিতে ঝুঁলিয়ে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানাগেছে এ ঘটনার পর থেকে প্রেমিক মিরাজ আলী পলাতক রয়েছে। এ বিষয়ে জামালপুর সদর থানার এস.আই আলমগীর মুনসুর তিনি জানান, ময়না তদন্তের পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।
অপরদিকে সদর উপজেলার রামপুর গ্রামের বৃদ্ধা মোমেনা বেগম (৭০) নামে এক নারীর লাশ বাড়ির পাশের্^র একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ দু’টি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি রেজাউল ইসলাম খান।