করোনায় ভারতীয় ভেরিয়েন্ট ডেল্টার আগ্রাসনে নাকাল বাংলাদেশ। প্রতিদিন মরছে সিঙ্গেল ডিজিট ডাবল ডিজিট ও ট্রিপল ডিজিট সংখ্যক মানুষ। আক্রান্ত হচ্ছে চার ডিজিট সংখ্যক মানুষ। এমন ভয়াবহ পরিস্থিতিতে সরকার দেশব্যাপী লকডাউন জারি করেছে মানুষকে ঘরে আটকে রাখার জন্য। সব শেষ অফিস-আদালত, মার্কেট বন্ধ রেখে শিল্প কারখানা খোলা রেখে সর্বাত্মক লকডাউন চলছে। জনগণকে তা মানতে প্রশাসনের পাশে আছে পুলিশ বিজিবি, র্যাব ও সামরিক বাহিনী। ঘর থেকে বের হলেই জরিমানা বা জেল। সাথে রয়েছে নিয়মিত মামলার আসামি হবার সতর্কবার্তা।
আগামী ৭ জুলাই পর্যন্ত জারি করা চলমান লকডাউনে মানুষ ঘরে রয়েছে। সাথে স্বাস্থ্য সচেতনতা বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি ঘোষণায় বলা হয়েছিল শিল্প কারখানার শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থায় কারখানায় নিয়ে যাওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তাদের অধিকাংশ প্রতিষ্ঠানের সে ব্যবস্থা করতে পারেনি। ফলে পায়ে হেঁটে বার দ্বিগুণ তিনগুণ রিকশা ভাড়া নিয়ে শ্রমিকদের কাজে যোগ দিতে হচ্ছে। তাদের এ শারীরিক ও আর্থিক ক্ষতির কথাকে ভাবছেন না।
এতকিছুর পরও করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছে। হাসপাতালে হাসপাতালে নেই বেড খালি। মেঝেতে সুয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন। সেইসাথে চলছে অক্সিজেন সংকট। সারাদেশের করোনা সংক্রমণ মোকাবেলা করা কঠিন হয়ে উঠছে। প্রতিবেশী দেশ ভারতের স্বাস্থ্যব্যবস্থা বাংলাদেশের চাইতে উন্নত হলেও করোনাভাইরাস মোকাবেলায় তারাও হিমশিম খেয়েছে এবং এখনো খাচ্ছে। বেড ও অক্সিজেন সংকটে মানুষকে পথে ঘাটে মরতে হয়েছে। কবরস্থান ও শশানের ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। অন্যদিকে চিকিৎসকরা করোনা রোগীর চাপ সামলাতে পারছেন না। পারিপার্শ্বিক অবস্থার কারণে অক্সিজেন সংকট মোকাবেলা করা সম্ভব হচ্ছে না। অনেক হাসপাতালেই আইসিইউ ব্যবস্থা নেই।
অক্সিজেনের অভাবে বগুড়ায় গত ৩১ জুন ও ১ জুলাই দুই দিনে ২৪ জন মারা গেছেন। কোভিড ১৯ এর জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালের ২৫০ বেডের মধ্যে আইসিও বেড আছে ৮টি। কিন্তু হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র দুটি ফলে বাকি আইসিও বেডগুলো কোনো কাজে আসছে না। বগুড়ায় তিনটি হাসপাতালে ৪৫০ বেডই রোগীতে ঠাসা। নতুন রোগী ভর্তি হতে পারছে না। প্রতিটি হাসপাতালে ২০টি হাই ফ্লো অক্সিজেন সরবরাহ প্রয়োজন। এমন অবস্থার চিত্র একটি বেসরকারি টেলিভিশন তাদের প্রতিবেদনে তুলে ধরলে একজন আইনজীবী তা উচ্চতর আদালতের নজরে আনেন। আদালত বিষয়টি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনকে দেখভাল করার নির্দেশ দেয়। অ্যাটর্নি জেনারেল স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলে আদালতকে জানান আজ ৪ জুলাই এর মধ্যে হাই ফ্লো নাজাল ক্যানুলা পৌঁছে যাবে। সারা দেশে যেখানে অক্সিজেন ও বেড সমস্যায় আক্রান্ত সেখানে আদালতে পক্ষে কতটা সম্ভব দেখভাল করা বা সিদ্ধান্ত দেয়া। এজন্য প্রয়োজন দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। সেজন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেধা শ্রম ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে। দেশের জনগণকে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা করতে হবে।