কঠোর লকডাউনের দ্বিতীয় দিন নোয়াখালীর সেনবাগে লকডাউন অমান্য যত্রতত্র রাস্তায় বের হওয়া, মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩২ হাজার আট শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ক্ষেমালিকা চাকমা।
শুক্রবার কঠোর লকডাউনের দ্বিতীয় দিন সকাল থেকে সেনবাগ উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ থানা পুলিশ সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৮টি মামলায় মোট নয় হাজার সাত শত টাকা এরআগে বৃহস্পতিবার ২৪ মামলায় ২৩ হাজার ৪শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেটগন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার গতকাল শুক্রবার বিকালে জানান, লকডাউনের প্রথমদিন লকডাউন অমান্য করায় ২৪টি মামলায় মোট ২৩ হাজার চার শত টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক পরিদান না করলে বা স্বাস্থ্যবিধি না মানলে অভিযান আরো কঠোর করা হবে বলে মন্তব্য করেন।