বর্তমান আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকায় আমলা নির্ভর হয়ে পড়েছে বলে দলের মধ্যে ব্যাপক সমালোচনা হচ্ছে। চলমান করোনা মহামারীর সময় প্রতিটি জেলায় জেলায় প্রশাসকের নেতৃত্বে করোনা সংক্রান্ত একটি কমিটি থাকার পরও তাদের দেখভাল ও সমন্বয়ের জন্য একজন সচিব কে দায়িত্ব দেয়া হয়েছে। অথচ সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সংসদের জেলার দায়িত্বে থাকেন। এবারের সংসদের পরিবর্তে সচিবদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে দলের মধ্যে এবং সংসদ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তাই সংসদে বিষয়টি তুলেছেন দলীয় প্রধান সংসদ আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য প্রাক্তন মন্ত্রী তোফায়েল আহমেদ।
বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল সহ সচেতন মহলে ব্যাপক আলোচনা হচ্ছে বলা হচ্ছে। শুধু করোনা সংক্রান্ত বিষয় নয় চলমান বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানমালাও জেলা পর্যায়ে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহি কর্মকর্তারা আয়োজন করেছেন। অতিথি হিসেবে গেছেন দলীয় নেতাকর্মীরা। সেখানে তাদের কোনো নেতৃত্ব ছিল না। মূলত গণতান্ত্রিক সরকার দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করে থাকেন সরকার থাকলেও। আর অবৈধ সামরিক সরকারের আমলা নির্ভর হয়ে ওঠেন। দীর্ঘ সময় টানা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দলীয় মনোনয়ন ব্যবস্থা নিয়ে ও ক্ষোভের সঞ্চার হয়েছে। দলীয় নেতা-কর্মীদের রিপোর্ট নয়। সরকারি বিভিন্ন সংস্থার রিপোর্টের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হচ্ছে।
প্রতিটি সরকারের বাজেট প্রণয়নের দুটি দিক থাকে। একদিকে রাজনীতি অন্যদিকে অর্থনীতি। কিন্তু সদ্য পাস হওয়া ২০২১-২২ অর্থবছরের বাজেটে কোন রাজনৈতিক দিক নেই। ব্যবসা বাজেটের সাধারন জনগনের জন্য কিছু নেই। নেই চলমান মহামারী করোনা যোদ্ধা মোকাবেলায় কোন সুনির্দিষ্ট পথ পরিক্রমা। বাড়েনি বরাদ্দও। অবশ্য এ কথা ঠিক নব্বইয়ের পর থেকে ক্রমান্বয়ে রাজনীতি ব্যবসায়ীদের হাতে চলে গেছে। রাজনীতিবিদরা ক্রমেই রাজনীতিতে অবহেলার পাত্র হয়ে উঠেছেন। আগে ব্যবসায়ীরা রাজনৈতিক নেতৃত্ব কিনতেন এখন পুরো রাজনীতি কিনে ফেলেছেন। কাজেই যা হবার তাই হয়েছে। ব্যবসায়ীরা তাদের ইচ্ছেমতো রাজনীতি ব্যবহার করছেন তাই বাজেটে তাদের ইচ্ছার প্রতিফলন ঘটছে।
কাজেই আজ সময় এসেছে রাজনীতি রাজনৈতিক নেতাকর্মীদের হাতে ফিরিয়ে দেয়ার। সংবিধানের সংসদ সচিবের উপরে স্থান দেয়া হয়েছে। সেটা মানতে হবে। তাছাড়া রাজপথে থেকে সাধারণ মানুষের সাথে মিশে রাজনীতিবিদদের যতটা জনআকাক্সক্ষার ধারণ করতে পারেন অন্যরা তা পারে না। সে কারণেই গণতান্ত্রিক দেশে সবসময় রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতে আছে এবং থাকবে।