নোয়াখালীর সেনবাগে পাওয়া টাকা চাওয়ায় দফায় দফায় হামলা, বসত ঘর ভাংচুর, লুটপাট ও নারী পুরুষ শিশু সহ আহত ৫জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলার ছাতাপাইয়া ইউপির পাঁচতুপা গ্রামের হামিল আলী ব্যাপারী বাড়ীতে ঘটে। আহতরা হচ্ছেঃ আইয়ুব আলী (৭০) তার স্ত্রী হারনা বেগম (৬০), তার বোন মরিয়ম বেগম(৫৫), মেয়ে (২২) ও নাতি শিশু রোহান (৩)।
জানাগেছে, চার বছর পূর্বে একই এলাকার আলী করিমের বাড়ীর বেছু মিয়ার ছেলে সোহেল বিদেশ যেতে ৫০হাজার টাকা হাওলাত নেয় পার্শ্ববতী বাড়ীর আবদুল লতিফের স্ত্রী মরিয়ম বেগমের নিকট থেকে। চার বছর সে দেশে করে আসার পর মরিয়ম বেগম তার পাওয়া টাকা চায় বিদেশ ফেরত সোহেলের কাছে। এতে সোহেল টাকা পেরত না উপরোন্ত পাওয়ানা দারের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে নানা রকম আশালিন গালমন্দ করে। গত শুক্রবার পাওনাদার মরিয়ম বেগমের ভাই প্রতিবন্ধি বৃদ্ধ আইয়ুব আলী বাড়ীর পাশে করিমের দোকানের পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়ে বাড়ীর আসার পথে আলী করিমের বাড়ীর বেছু মিয়ার ছেলে দেনাদার সোহেলের নেতৃত্বে বসু মিয়ার পুত্র সাহাব উদ্দিন, তার ছেলে মোঃ শামীম হোসেন রাজু, আলী করিমের বাড়ীর বেছু মিয়ার ছেলে রবিউল ইসলাম আইয়ুব আলীর উপর এলোপাড়াড়ি হামলা করে পিটিয়ে আহত করে। খবর পেয়ে তার স্ত্রী হারনা বেগম সহ ছেলে মেয়েরা ঘটনার স্থলে এসে এর প্রতিবাদ করেন। উপস্থিত লোকজন উভয় কে শান্তা করে বাড়িতে পাঠিয়ে দেয়।
পরে স্থানীয় লোকজন আহত আইযুব আলী কে মমূর্ষ অবস্থায় উদ্ধার করে সেনবাগ সরকারী হাসপাতলে ভর্তি করান। এরপর রাতেই হামিদ আলী ব্যাপারী বাড়ীর বসু মিয়ার পুত্র সাহাব উদ্দিন, তার ছেলে মোঃ শামীম হোসেন রাজু, আলী করিমের বাড়ীর বেছু মিয়ার ছেলে রবিউল ইসলাম তার ভাই সোহেল নেতৃত্বে একদল সন্ত্রাসী ২য় দফায় আইয়ুব আলী বাড়ীতে এসে তার বসত ঘরে হামালা চালিয়ে টিভি, ফ্রিজ, শোকেইচ, সিন্ধুক ঘরের পাটিশন সহ মুল্যবান আসবার পত্র ভেঙ্গে তছনছ করে ও সিন্দুকে থাকা গরু ক্রয়ের ৭০হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বাধা দেয়ায় সন্ত্রাসীরা আইয়ুব আলী স্ত্রী হারনা বেগম, তার বোন মরিয়ম বেগম, মেয়ে ও নাতি শিশু রোহান কে উপর হামলা করে মারধর তাদের শ্লীলতহানী করে। এ ঘটনায় বাদী হয়ে থানায় একটিল লিখিত অভিযোগ দায়ের করেন।
সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধার সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয় থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি থানায় বসে ে মীমাংসা করে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।