ভৈরবে করোনা সংক্রামন পরিস্থিতি অবনতির দিকে। ইতি মধ্যেই অধিক সংক্রামন ও ঝুঁকিপূর্ণ হিসাবে চিিহ্নত করা হয়েছে এলাকাকে। সংক্রামনের এই তৃতীয় ঢেউ মোকাবেলা করতে প্রশাসন জোর ভূমিকা পালন করছে। কিন্তু আশার কথা হচ্ছে ভৈরব উপজেলা পর্যায়ে প্রথম করোনা আক্রান্ত রোগীদের মাঝে চিকিৎসা সেবা দিতে ৩০টি সেন্ট্রাল অক্সিজেন পোর্ট স্থাপন করা হয়েছে। শহরের কমলপুর এলাকায় অবস্থিত আইসোলেশন বিশেষায়িত ভৈরব ট্রমা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন স্থাপন করা হয়। উপজেলা পরিচালন ও উন্নয় প্রকল্প স্থানীয় সরকার বিভাগও জাইকার সহযোগীতায় এবং উপজেলা পরিষদের তত্ত্বাবধানে সেন্ট্রাল অক্সিজেন পোর্ট স্থাপন হয়। এতে করে মুমূর্ষ রোগীদের অক্সিজেনের ঘাটতি অনেকটা কমে যাবে। করোনা রোগীদের শ্বাস কষ্টের মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় সেটি মোকাবেলায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ সারা দেশে করোনা মহামারি ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বেশির ভাগ মানুষ শ্বাস কষ্টে মারা যাচ্ছে ২৪ লক্ষ টাকা ব্যায়ে ভৈরব ট্রমা সেন্টাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।
ভৈরবে ১ ঁজুলাই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায় মোট নমুনা দেওয়া হয়েছে ৭৯৪৩টি মোট সনাক্ত ১১৮৭টি শতকরা হার ১৫%। মোট সুস্থ্য হয়েছে ১১০৩ জন। মৃতের সংখ্যা ২১জন। গত ২৪ ঘন্টায় ২৫ জনের মধ্যে ১৫ জন রোগীর পজিটিভ এসেছে। বর্তমান শনাক্তের হার ৬০। বর্তমানে পজিটিভ রোগী আছে ৬৩ জন। ভ্যাক্সিন পরিসংখ্যানে রেজিস্ট্রেশন হয়েছে ১২১৫৬জন প্রথম ডোজ দিয়েছে ৮১৩১ জন এবং দ্বিতীয় ডোস দিয়েছে ৬৭৩১জন। ভ্যাক্সিন গ্রহণ করা বাকি আছে ১ম ডোস ৪১২৫ এবং ২য় ডোজ বাকি আছে ১৩০২। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রশাসনও এলাকার জনগণ উৎবিঘœ। ভৈরবসহ আশপাশের এলাকায় করোনা আক্রান্ত মুমূর্র্ষ রোগীকে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে অথবা কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতো। ৩০টি সেন্ট্রাল অক্সিজেন পোর্ট স্থাপন করায় আর কোন করোনা আক্রান্ত মুমূর্র্ষ রোগীকে অন্য কোন হাসপাতালে দিকে চেয়ে থাকতে হবে না।
আশার কথা হচ্ছে ভৈরবে ট্রমা সেন্টাল হাসপাতালে ৩০ শয্যা বিশিষ্ট সেন্টাল অক্সিজেন স্থাপন করা হয়েছে। যা একসাথে ৩০ জন মুমূর্ষ রোগীকে গ্যাস সরবরাহ করা যাবে। ভৈরব ট্রমা সেন্টাল হাসপাতালে আইসোলেশন সেন্টার হিসেবে চালু ছিল। কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দিতে জনবলসহ সরঞ্জামাদি ও অক্সিজেনের অভাব ছিল হাসপাতালটিতে। ফলে করোনা আক্রান্ত রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দিতে পারছিলনা হাসপাতালের চিকিৎসকগণ। আইসোলেশান কেন্দ্রে রোগীদের অক্সিজেন সমস্যা দূর করতে ৩০টি সেন্ট্রাল অক্সিজেন স্থাপনসহ এর সরঞ্জামাদি প্রদান করায় সুফল ভোগ করবে এলাকার মুমূর্ষ রোগীরা। যার ফলে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে আর কোন সমস্যা হবেনা। এখন থেকে করোনায় আক্রান্ত রোগীদের মাঝে এখানেই চিকিৎসা দেয়া যাবে। সেন্টাল অক্সিজেনে ২০টি বোতলের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হচ্ছে এর মধ্যে ১২টি চালু থাকতে ৮টি রিজার্ভে থাকবে। ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন দেওয়া হবে। পরবর্তীতে পরস্থিতি খারাপ হলে ৩০টি বেড থেকে ৪৫টি বেডে অক্সিজেনের ব্যবস্থা করা যাবে বলে আশা করা যাচ্ছে।
ভৈরব প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সামসুজ্জাহান বাচ্চু বলেন ,করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে উৎবিঘœ সবায় ভৈরবের ৩০ জন মুমূর্ষ রোগীকে একসাথে অক্সিজেন দিয়ে চিকিৎসা সেবা দিতে পারাটা কিছুটা হলেও স্বস্তি আসবে। পাশাপাশি দক্ষ জনবল ও সরঞ্জামাদি ও অক্সিজেনের ব্যবস্থা আরো বৃদ্ধি করা এই অঞ্চলের মানুষের প্রত্যাশা।
ভৈরব উপজেলা: স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত খোরশেদ আলম বলেন, জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের তত্ত্বাবধানে ৩০টি সেন্টাল অক্সিজেন পোর্ট বসানো হয়েছে। এতে করে মুমূর্ষ রোগীদের অক্সিজেনের ঘাটতি অনেকটা কমে যাবে। করোনা রোগীদের শ্বাস কষ্টের মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় সেটি মোকাবেলায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা জানান, হঠাৎ সারা দেশে করোনা মহামারি ব্যাপক হারে ছড়িয়ে পড়ায় বেশির ভাগ মানুষ শ্বাস কষ্টে মারা যাচ্ছে ২৪ লক্ষ টাকা ব্যায়ে ভৈরব ট্রমা সেন্টাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। শুরু থেকে করোনা মোকাবেলা করে এলেও ভৈরবে ট্রমা সেন্টালে অক্সিজেনের কিছুটা ঘাটতি ছিল। জাইকার সহযোগিতায় ৩০টি পোর্ট বসানোর কারণে মুমূর্ষ রোগীরা তাৎক্ষণিক অক্সিজেন সেবা পাবে।