পিরোজপুর জেলায় গত বুধবারের হিসেবে ২৪ ঘন্টায় ৮০ জন করোনা রোগী সনাক্ত হয়েছে এবং মারা গেছে ৪ জন। এর মধ্যে পিরোজপুর জেলা হাসপাতালে ৩ জন ও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ১ জন মারা গেছে। এ ছাড়া জেলা সদরে একজন মহিলা করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার মারা গেছেন। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে বুধবার তার স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলেও ফলাফল পাওয়া যায়নি।
করোনা আক্রান্তদের মধ্যে পিরোজপুর সদর উপজেলায় ২৭ জন, নেছারাবাদে ১৩ জন, ভান্ডারিয়ায় ২০ জন, মঠবাড়িয়ায় ১০ জন ও নাজিরপুর উপজেলায় ১০ জন বলে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে। এ ছাড়া জেলা সদরে একজন মহিলা করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার মারা গেছেন।
সিভিল সার্জন ডা: মো: হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘন্টায় ১৮২ টি স্যাম্পল পরীক্ষা করে ৮০ জন পজেটিভ শনাক্ত হয়েছে। জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৮ জন এবং আইসোলেশনে ১৭ জন রোগীসহ মোট ৪৪ জন রোগী ভর্তি আছে।
পিরোজপুর জেলা হাসপাতালে করোনা পরীক্ষার জন্য রেপিড টেস্ট মেশিন বসানো হয়েছে। এতে করে ১০ মিনিটে করোনা পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, জেলায় এ পর্যন্ত ১০ হাজার স্যাম্পল পরীক্ষা করে ২ হাজার ২ শত ৭৫ জন পজেটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৪০ জন মারা গেছে এবং ১ হাজার ৬ শত ৮৪ জন সুস্থ্য হয়েছে।
এদিকে সরকার ঘোষিত কঠোর বিধি নিষেধের প্রথম দিনে পিরোজপুরে সকল স্তরে তা মানতে দেখা গেছে। জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন সফল করতে সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সেনাবাহিনী, বিজিবি, আনসার সদস্যরা মাঠে থেকে যৌথ ভাবে কাজ করে যাচ্ছে। সকল দোকানপাট বন্ধ রয়েছে বিনা প্রয়োজনে কেউ বাইরে বের হলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয় হবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা চলমান রয়েছে।