কঠোর লকডাউনের প্রথম দিনে পিরোজপুরের কাউখালী উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন প্রতিষ্ঠান ও অসচেতন ব্যক্তিদের ১৭হাজার ৯৫০ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক না পরা, কোন কারণ ছাড়া ঘরের বাইরে বের হওয়া, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অভিযোগে দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথির নেতৃত্বে পৃথক দু'টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হয়।
এসময় উপজেলা প্রশাসনের মাধ্যমে কিছু অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
সকলে যেন সরকারি আদেশ মানে এ কারণে স্থানীয় পুলিশ প্রশাসন ভোর থেকেই উপজেলা শহরের প্রবেশদ্বারের বিভিন্ন স্পটে ব্যারিকেড দিয়ে প্রবেশপথ বন্ধ করে দেয়।