১৫ জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা ছিল। এর মধ্যে করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শ ২৮ জুন থেকে সারাদেশে শাটডাউন করার প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু পরে তা ২৮ জুন নয় ১ জুলাই থেকে কার্যকর হবে বলে ঘোষণা করা হয়। শাটডাউন অর্থ কারফিউ অবস্থার কথা বলছে করোনা সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি। ঘর থেকে বের হলেই শাস্তি। প্রশাসন ও পুলিশের সাথে সামরিক বাহিনী ও মাঠে আছে বিজিবি, র্যাব। পথে পথে বসেছে পুলিশের চেকপোস্ট, আছে ভ্রাম্যমাণ আদালত।
বিগত দিনের লকডাউনের অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হয়নি। গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, পিকআপ ভ্যানের চলাচলের রাস্তায় রাস্তায় যানজট জনজট দেখা গেছে। আর দেখা যাবে না কেন অফিসগামী মানুষের কাজে যাবার জন্য তো তাদের অতিরিক্ত ভাড়া দিয়ে সুবিধাজনক যানবাহন করে অফিসে উপস্থিত হতে হয়েছে। যদিও সরকারি ঘোষণা ছিল অফিস তার নিজস্ব পরিবহন ব্যবস্থায় তাদের কর্মকর্তা ও কর্মচারীদের অফিসে আনা-নেওয়া করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে অধিকাংশ অফিসের সেই সব ক্ষমতা নেই। তাই যে যেভাবে পারছে অফিসে যাচ্ছে চাকরি বাঁচাতে। তাদের স্বাস্থ্য সুরক্ষার বালাই নেই। অফিস খোলা রেখে গণপরিবহন বন্ধ রেখে এভাবে জনদুর্ভোগ সৃষ্টি করলে কি লকডাউন এর কাক্সিক্ষত ফল পাওয়া যাবে? নাকি সংক্রমণ আরো বাড়ার সম্ভাবনা দেখা দেবে? ১ জুলাই থেকে কঠোর লকডাউনে আর্থিক প্রতিষ্ঠান ও শিল্প কারখানা খোলা রাখা হয়েছে। অন্যদিকে কর্মজীবী অনেকেই শাটডাউনের মধ্যে দেশের বাড়িতে ফিরে যাবার চেষ্টা করছে। সামনে ঈদুল আযহা। দূরপাল্লার গাড়ি বন্ধ তাই যে যেভাবে পারছে বাড়ির পথ পাড়ি দেবার চেষ্টা করছে। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের ফেরিঘাটে মানুষের মিছিল। তারা গাদাগাদি করে ফেরি পারাপার করছে। ঈদুল ফিতরের যে চিত্র দেখা গেছিল ঠিক সেই একই অবস্থা আবার শুরু হয়েছে। ঈদুল ফিতরের সময় সেই দৃশ্য দেখে স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিল ঈদের পর করা সংক্রমণ বাড়বে এবং তাদের আশঙ্কা সত্য হয়েছে।
সার বিশ্বে যখন করোনা সংক্রমণ কমছে তখন বাংলাদেশে ব্যাপক হারে বাড়ছে। মানুষ আক্রান্ত হচ্ছে লাগামহীনভাবে। কোন কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলোয় ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা। আইসিইউ এবং অক্সিজেন সংকট তো রয়েছে। কাজেই জনগণকে যেমন সচেতন হতে হবে তেমনি সরকারের উচিত জনগণ যাতে লকডাউন বা শাটডাউন যথাযথভাবে মেনে চলতে পারে সেজন্য অফিস-আদালত বন্ধ রাখা। বিশ্বের বহু দেশেই শুধু লকডাউনে অফিস বন্ধ নয়, কারফিউ জারি করে মানুষকে ঘরে আটকে রাখা হয়েছে। তাহলে পরিস্থিতি বিবেচনায় আমরা কেন আমাদের জনগণের জীবন বাঁচাতে সচেষ্ট হবো না? ১ জুলাই থেকে করোনার টিকা গণহারে দেয়া শুরু হয়েছে। প্রশ্ন হচ্ছে গণপরিবহন বন্ধ থাকায় জনগণ কিভাবে টিকা নিতে যাবে?