ভোলার মনপুরায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্যবিধি না মানায় দুইজনকে ১২ শত টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ শামীম মিঞা। এদের মধ্যে এক ব্যবসায়ী দোকান খোলার অপরাধে এক হাজার টাকা ও বিনা কারণে বাজারের আসার কারণে একজনকে ২ শত টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলার সদর হাজীরহাট বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় এই জরিমানা করা হয়।
এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম মিঞা জানান, স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা না মানায় এক ব্যবসায়ী ও বিনা কারণে বাজারে আসায় একজনকে জরিমানা করা হয়। প্রত্যেকদিন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে। সরকারী নির্দেশনা অমান্যকারীদের আগামী দিন থেকে জরিমানার পাশাপাশি জেল দেওয়া হবে।