বাংলাদেশে মানুষের গড় আয়ু দুই মাস বেড়ে ৭২ বছর আট মাস হয়েছে। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১ দশমিক ২ বছর। আর নারীর গড় আয়ু ৭৪ দশমিক ৫ বছর। এ ক্ষেত্রে বলা দরকার, ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৬ বছর। তার আগের বছর ছিল ৭২ দশমিক ৩ বছর। এ ছাড়া জরিপ অনুযায়ী দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৮২ লাখ। প্রসঙ্গত উলেস্নখ্য, সোমবার রাজধানীর পরিসংখ্যান ভবন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে জরিপের ফল প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। ২০২০ সালের জরিপের ফলে এ তথ্য উঠে এসেছে বলেও জানা গেছে। আমরা বলতে চাই, যখন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ু ধারাবাহিকভাবে বাড়ছে তখন বিষয়টি অত্যন্ত ইতিবাচক বলেই প্রতীয়মান হয়। এটাও আমলে নেওয়া সমীচীন, এর আগে বিশেষজ্ঞরা বলেছিলেন, শিশুমৃত্যুর হার কমে আসায় এবং দেশে জটিল রোগের চিকিৎসার সুযোগ বৃদ্ধি পাওয়ায় গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। আমর মনে করি, গড় আয়ু বৃদ্ধির মতো ইতিবাচক বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্টদের কর্তব্য হওয়া দরকার, যথাযথ উদ্যোগ অব্যাহত রাখা। প্রসঙ্গত এটাও বলা দরকার, ষাটের দশকের শুরুতে বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল মাত্র ৪৬ বছর। আর এখন এসে সেই গড় আয়ু ৭২ দশমিক ৮ বছরে উন্নীত হয়েছে। ফলে এই গড় আয়ু বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের মতো জনসংখ্যবহুল দেশের জন্য স্বাভাবিকভাবেই ইতিবাচক। লক্ষণীয় যে, জরিপের হিসাবে দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৮২ লাখ। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪২ লাখ, নারী ৮ কোটি ৪০ লাখ। এ ছাড়া দেশে এখন খানার গড় আকার ৪ দশমিক ৩ জন। খাওয়ার পানির ব্যবহার করছে ৯৮ দশমিক ৩ শতাংশ মানুষ। টয়লেট সুবিধা আছে ৮১ দশমিক ৫ শতাংশ মানুষের। স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো আমলে নিয়ে সার্বিক অগ্রগতি বজায় রাখতেও কাজ করতে হবে। প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ১ দশমিক ৩০ শতাংশ। আগের বছর ২০১৯ সালে ছিল ১ দশমিক ৩২ শতাংশ। ২০১৮ সালে ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব আগের বছরের তুলনায় বেড়েছে। এ ছাড়া পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর দশমিক ২৪ বছর হারে আয়ু বেড়েছে।আমলে নেওয়া দরকার, এর আগের বিভিন্ন গবেষণায় উঠে এসেছিল, বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধির নেপথ্যে রয়েছে সরকারের বিভিন্ন সময়ের কার্যকর পদক্ষেপ এবং সুপরিকল্পিত উদ্যোগের যথাযথ বাস্তবায়ন। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ব্যাপক সাফল্য অর্জন করায় জাতিসংঘ কর্তৃক পুরস্কৃতও হয়েছে। এ ছাড়া বাংলাদেশ এখন পোলিওমুক্ত দেশ। আর বাংলাদেশের আইসিডিডিআর-বি কর্তৃক ডায়রিয়া এবং কলেরার প্রতিষেধক খাবার স্যালাইন আবিষ্কার; খাবার স্যালাইন বানানোর প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিসহ নানামাত্রিক ঘটনাও ইতিবাচক প্রভাব ফেলেছে। অর্থাৎ নানামুখী পদক্ষেপ নিশ্চিত করার মধ্যদিয়ে গড় আয়ুও বাড়ছে, যা অব্যাহত রাখতে পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি, পুষ্টিকর খাদ্য, ভালো চিকিৎসা ব্যবস্থা, নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলার অপেক্ষা রাখে না, মানুষের বেঁচে থাকার জন্য চিকিৎসা অপরিহার্য; কিন্তু দীর্ঘ জীবনের জন্য এর পাশাপাশি স্বাস্থ্য পরিচর্যার কোনো বিকল্প নেই। বিশ্বব্যাপী বর্তমানে গুণগত স্বাস্থ্য বা জীবন এবং সংখ্যাগত জীবন নিয়ে আলোচনা হচ্ছে। শুধু গড় আয়ু বাড়ানো মুখ্য নয়, বরং গুণগত জীবনের প্রতি বেশি গুরুত্ব দেওয়া স্বাভাবিকভাবেই জরুরি বিষয়। সর্বোপরি আমরা বলতে চাই, মানুষের আয়ু বেশি হলে সমাজে অবদান রাখার পরিমাণ বাড়ে। কিন্তু স্বাস্থ্যের গুণগত মান ভালো না হলে গড় আয়ু বেশি হলেও ভালো ফল পাওয়া দুষ্কর। ফলে গুণগত জীবন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের ভাবতে হবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও তার যথার্থ বাস্তবায়নে কাজ করতে হবে। এখন দেশের মানুষের জীবনমান আরও উন্নতির দিকে এগিয়ে নেওয়া গেলে আয়ু বৃদ্ধির সুফলকে কাজে লাগানো যাবে।