কিশোরগঞ্জের শিকড় নাট্য সম্প্রদায় ত্রিশে পা দিলো। শিক্ষা ও সচেতনতার জন্য নাটক এ স্লোগানকে সামনে রেখে ১৯৯১ সালের ২৯ জুন শিকড় নাট্য সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়েছিলো। এ সংগঠনটি হাটি হাটি পা পা করে আজ ৩০ এ পা দিলো। সংগঠনটি এ পযন্ত অনেক নাটক মঞ্চস্থ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য নাটক- চোরচোর, খেলাখেলা,ঘরজামাই, ১৯৭১, কুঞ্জস,কাজলরেখা,মহুয়া,চন্দ্রাবতী, মঙ্গলমুখ ইত্যাদি নাটক মঞ্চস্থ করেছে। সংগঠনটি দেশি বিদেশী নাট্যউৎসবে অংশ নিয়ে পেয়েছে নানা সম্মাননা ও পুরস্কার। সংগঠনটির সভাপতি জেলা পরিষদ সদস্য ফৌজিয়া জলিল ন্যন্সী ও সম্পাদক জিয়াউল হক সোহাগ জানান, সংগঠনটি ৩০ এ পা দেওয়ায় ‘আমাদের বকুল’ নাটকটি মঞ্চস্থ করতে প্রস্ততি নিচ্ছিলাম কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা আর হলো না। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নাটকটি আমরা মঞ্চস্থ করতে সক্ষম হবো।