হোসেনপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ১৪ জন গ্রাহকের সংযোগ বিছিন্ন ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সিএকাম উচ্চমান সহকারী স্বপন কুমার বর্মন ও বিদুতের কাজে নিয়োজিত কর্মীবৃন্দ।
সূত্রে জানা যায়, বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের ব্যাপারে কর্তৃপক্ষ মাইকিং করে অবগত করা হলেও আমলে নেয়নি গ্রাহকরা। ভ্রাম্যমাণ আদালত বিদ্যুৎ আইন ২০১৮ মোতাবেক গ্রাহক মতিন মিয়াকে ৫শ টাকা জরিমানা ও অপর ১৪জনের বিদ্যুৎ লাইন সংযোগ বিছিন্ন করা হয়।