কিশোরগঞ্জের হোসেনপুরে পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হল রুমে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশিক্ষনের আয়োজন করে হোসেনপুর পাট অধিদপ্তর।
উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আকরাম হোসেন, উপ-সহকরী পাট উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ ও পাট সহকারী মোখলেছুর রহমান প্রমুখ।