বিস্ফোরণ, অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরনের অনাকাক্সিক্ষত ভয়াবহ ঘটনা কোনোভাবেই যেন রোধ হচ্ছে না। সম্প্রতি রাজধানী ঢাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জানা গেছে, মগবাজারের ওয়্যারলেস এলাকায় বিকট শব্দে বিস্ফোরণে ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে অর্ধশতাধিক। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড পস্নাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঢামেকের জরুরি বিভাগে অনেকও রোগী ভর্তির তথ্য জানা গেছে। উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনতলা ভবনে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। তিনতলা ভবনটির একাংশ ধসে পড়ে; আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে ভেঙে পড়ে। এ ছাড়া সড়কে থাকা দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়। আমরা মনে করি, এই ঘটনার সামগ্রিক বিষয়গুলো আমলে নিতে হবে এবং এর পরিপ্রেক্ষিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রসঙ্গত বলা দরকার, ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের ওই তিনতলা বাড়িটি অনেক পুরনো ছিল বলেও জানা যাচ্ছে। এ ছাড়া বিস্ফোরণের ভয়াবহতা এমন, ভবনের নিচতলায় সিঙ্গারের বিক্রয় কেন্দ্র ও খাবারের দোকান শরমা হাউস ছিল, যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও খবরে উঠে এসেছে। সড়কের পাশে ভবনটির বিপরীত দিকে আড়ংয়ের শো-রুম। বিস্ফোরণে আড়ংসহ আশপাশের ডজনখানেক ভবনের কাচ চৌচির হয়ে রাস্তায় পড়েছে। আমরা মনে করি, এই ভয়ানক বিস্ফোরণের কারণ অসুন্ধান করা এবং যে কোনো ধরনের অসতর্কতা থাকলে সেটিও চিহ্নিত করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ উদ্যোগ গ্রহণ অপরিহার্য। উল্লেখ্য, হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া গেছে বলেও খবরের মাধ্যমে জানা যাচ্ছে। বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক বলেছেন, হাইড্রোকার্বন হলো প্রাকৃতিক গ্যাসের একটি উপাদান। তবে শুধু গ্যাস থেকে এত বড় বিস্ফোরণের ঘটনা অস্বাভাবিক বলেও জানিয়েছেন তিনি। এ ক্ষেত্রে উলেস্নখ্য যে, এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও জানা যাচ্ছে। উল্লেখ্য, এই বিস্ফোরণের ঘটনার কারণ হিসেবে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন, কোনো ট্রান্সফর্মার বিস্ফোরিত হয়েছে। কেউ কেউ বলছেন, কোনো ভবনের জেনারেটর কিংবা এসি থেকে বিস্ফোরণ ঘটেছে। আমরা বলতে চাই, এই বিস্ফোরণের প্রকৃত কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্টরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। এটা আমলে নেওয়া দরকার, বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়, বিভিন্ন সময়েই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসি বিস্ফোরণ, গ্যাসের পাইপলাইনের লিকেজের ফলে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণসহ নানাভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরা মনে করি, এবার যখন বিস্ফোরণে ভবন ধসে মৃত্যুর ঘটনা ঘটল তখন ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। বিস্ফোরণের কারণ অনুসন্ধান সাপেক্ষে যেমন কার্যকর পদক্ষেপ নিশ্চিত করতে হবে, তেমনি সংশ্লিষ্টদের আমলে নেওয়া দরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ জরুরি। এ কথা ভুলে যাওয়া যাবে না, বিভিন্ন সময়েই বিস্ফোরণ, অগ্নিকান্ডের মতো ভয়ানক ঘটনায় মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। ফলে এভাবে যদি একের পর এক ভয়াবহ ঘটনা ঘটতে থাকে তবে বিষয়টি অত্যন্ত ভয়ানক বাস্তবতাকেই স্পষ্ট করে। সর্বোপরি আমরা বলতে চাই, এবারের এই ভয়ানক বিস্ফোরণের ঘটনায় যথাযথ তদন্ত হোক এবং কারণ নির্ণয় করে করণীয় নির্ধারণ ও যথাযথ বাস্তবায়ন হোক। এটাও আমলে নেওয়া দরকার- এর আগে বিশ্লেষকরা বলেছেন, অতীতে ঘটে যাওয়া বড় বড় দুর্ঘটনা থেকে শিক্ষা গ্রহণ ও সতর্ক না হওয়ায় দুর্ঘটনা রোধ হচ্ছে না। বিভিন্নভাবে বিস্ফোরণের ঘটনা ঘটছে। মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। সঙ্গত কারণেই প্রত্যেকটি ঘটনা আমলে নিতে হবে এবং মনে রাখতে হবে, যে কোনো সময়ই দুর্ঘটনা ঘটতে পারে। সঙ্গত কারণেই পর্যাপ্ত প্রস্তুতিও জরুরি। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় রেখে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক এমনটি কাম্য।