গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ‘মানবতার ঘর’ এর উদ্যোগে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খানের সার্বিক সহযোগিতায় এবং জেলা পরিষদের আর্থিক সহযোগিতায় রিক্সা শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ২৮ জুন দুপুরে উপজেলার টোক ইউনিয়নের সুলতানপুর শাহী মসজিদের মাঠে ৫০ জন রিক্সা শ্রমিকদের মাঝে ১ টি হ্যান্ডওয়াশ, ১ টি হ্যান্ড স্যানিটাইজার, ৩ টি সাবান ও ৩ টি মাস্ক বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ‘মানবতার ঘর’র প্রধান উদ্যোক্তা ও উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোমতাজ উদ্দিন, সমাজসেবক মোঃ জয়নাল আবেদীন মাষ্টার, আলম সুমন, সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান রানা, মাসুম বিল্লাহ, গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স এর টোক শাখার ম্যানেজার জসিম উদ্দিন প্রমুখ।