গত রোববার ঢাকার মগবাজারে ভবন বিস্ফোরণে জয়পুরহাটের পাঁচবিবির ইলেকট্্িরক্যাল ইঞ্জিনিয়ার রুহুল আমিন নোমান (৩২) নামের এক যুবকও নিহত হয়েছে। নিহত যুবক পাঁচবিবি পৌর এলাকার ডাঃ খয়বর আলীর ছেলে। নিহত নোমান সংসার জীবনে ২ বছরের এক কন্যা সন্তানের বাবা। নোমানের অকাল মৃত্যুর খবর বাড়িতে এসে পৌছালে পরিবার ও আত্বীয়-স্বজনদের কাঁন্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে তার জানাজার নাম শেষে সরকারী কবরস্থানে দাফন করা হয়।
নোমানের বাবা ডাঃ খয়বর আলী বলেন, আমার বড় ২ মেয়ে আর সবার ছোট একমাত্র ছেলে নোমান। নোমান অনেক আগে থেকেই ঢাকার ধানমন্ডির একটি বিশ্ববিদ্যালয়ে ইলেকট্্িরক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করে। পড়ালেখা শেষে ছেলে ”রহমান রহমান এ্যাসোসিয়েট” নামের একটি কোম্পাণীতে চাকরী করত। প্রতিদিনের ন্যায় ঘটনার দিনও মগবাজার চৌরাস্তার মোড় অফিস শেষে পায়ে হেঁটে মালিবাগ বাসায় ফিরছিল ্ওই বিস্ফোরিত ভবনের পাশের পথ দিয়ে। হঠাৎ বিস্ফোরণে ভবনের ছাঁদ ভেঙ্গে অন্যান্যের ন্যায় নোমানও ঘটনা স্থলেই নিহত হয়।