ঝিনাইদহে মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ অসহায়, দুস্থদের মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে সদর উপজেলার হলিধানী বাজারে এ সহায়তা প্রদাণ করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) নামের এক বেসরকারি উন্নয়ন সংস্থা।
পূবালী ব্যাংকের সহযোগিতায় বিতরণ কালে উপস্থিত ছিলেন সংস্থাটির ক্ষুদ্র ঋণ বিভাগের পরিচালক সেলিম রেজা, অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সঞ্জয় সাহা, সহকারী পরিচালক রেজাউল হক, আঞ্চলিক ব্যবস্থাপক অজিত কুমার কুন্ডু, হলিধানী শাখার শাখা ব্যবস্থাপক ফরমান আলীসহ পূবালী ব্যাংকের কর্মকর্তারা। এ সময় সদর উপজেলার বিভিন্ন গ্রামে ২’শ ৮২ টি পরিবারের মাঝে সহায়তা প্রদাণ করা হয়। ২১ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ২ লিটার তেল, লবন, সাবান, স্যালাইন, মাস্কসহ খাদ্য ও সুরক্ষা সামগ্রী পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।