নোয়াখালীর সেনবাগে গাছের নিছে চাপা পড়ে মোঃ ইব্রাহিম (৩৫) নামের এক ট্রাক্টর নিহত হয়েছে। ইব্রাহিম পেশায় একজন পাওয়ার টিলার (হ্যান্ড ট্রাক্টর) চালক। সোমবার (২৮জুন) বেলা সাড়ে ১১টারদিকে সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ৩নং ডমরুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইব্রাহিম উপজেলার এনায়েদপুর গ্রামের আবুল খায়ের আরমির বাড়ি থেকে বিক্রীর জন্য কিছু গাছ ক্রয় করে। ক্রয় করা গাছ গাছগুলো কেটে গাড়িতে (হ্যান্ড ট্রাক্টরে) ওঠাতে গিয়ে অসাবধানতা বসত একটি গাছের গুড়ির নিছে চাপা পড়ে তার গাঁড় ভেঙ্গে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত ইব্রাহিমের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বালিয়ারা গ্রামে। সে ওই গ্রামের ইমান আলীর ছেলে। সে দীর্ঘদিন যাবত সেনবাগের ডমুরুয়া ইউপির তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা মোঃ সোলেমানের বাড়িতে ভাড়া থাকতো।
এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ সেনবাগ থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আবদুল বাতেন মৃধা জানান এধরণের একটি দুর্ঘটনার সংবাদ জেনেছেন। বিষয়টি তারা খোঁজখবর নিচ্ছেন।