নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতিক মিয়ার বাড়ির আবুল খায়ের খোকনের মেয়ে জান্নাতুল ইসরাত রুবি (১৩) বিরল রোগে আক্রান্ত হয়েছে। সে রামপুর ইউনিয়নের সেলিনা আক্তার ভূঞা দাখিল মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী।
জানা যায়, জান্নাতুল ইসরাত রুবি দীর্ঘদিন যাবত বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে হত দরিদ্র পিতা খোকনের ৩ সন্তানের মধ্যে জান্নাতুল ইসলাত বড় মেয়ে। পিতা খোকন রাজমিন্ত্রির কাজ করেন। দরিদ্র পিতার পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসাব্যয় করা সম্ভব নয়।
এব্যাপারে আবুল খায়ের খোকন জানান, আমার মেয়ে দীর্ঘদিন যাবত বিরল রোগে আক্রান্ত হয়ে ভুগছে। প্রথমে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আগারগাঁওয়ে নিউরোসাইন্স হাসপাতালে প্রেরণ করেন। ঐ হাসপাতালের নিউরোলজির বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মামুনুর রশীদের অধীনে ২ বছর যাবত চিকিৎসাধীন। ডাক্তার বলেছেন, আমার মেয়ের খিঁচুনি ও মৃগী রোগ। এ রোগে খিঁচুনি দেখা দিলে তার নাকে মুখে লালা বের হয়, নিঃস্বাস বন্ধ হয়ে যায়, অচেতন হয়ে যায় এবং প্র¯্রাব-পায়খানা করে। ডাক্তার বলতেছে এ চিকিৎসা দীর্ঘ মেয়াদী। আমি রাজমিস্ত্রির কাজ করে কোন রকম জীবিকা নির্বাহ করছি। এমতাবস্থায় আমার পক্ষে মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।
তার পিতা খোকন আরও বলেন, সমাজের বিত্তবানরা কেউ সহযোগিতা করতে চাহিলে আমার বিকাশ নম্বর- ০১৮৮৫৬০০৬৮৭ তে অর্থ পাঠাতে আকুল আবেদন জানাচ্ছি।
রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী জানান, এখনও তারা আমার কাছে আসে নাই। আসলে আমি যথাসাধ্য সহযোগিতা করব।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শোয়েব উদ্দিন জাবেদ জানান, রুবির পিতা অত্যান্ত দরিদ্র। তার পিতার পক্ষে চিকিৎসাব্যয় বহন করা সম্ভব নয়। আমরা তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
সেলিনা আক্তার ভূঞা দাখিল মহিলা মাদ্রাসার সুপার নুরুল আবসার বলেন, আমরা এ বিরল রোগের চিকিৎসার জন্য বিত্তবানদের সহযোগিতা কামনা করতেছি।
উল্লেখ্য, বামনী আছিরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী এ বিরল রোগে আক্রান্ত হয়েছিল।