আগামী ১৫ জুলাই পর্যন্ত লক ডাউন জারি থাকলেও ১ জুলাই থেকে সারা দেশে শাট ডাউন ঘোষনা করেছে সরকার। দেশে করোনা ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রনের বাইরে চলে যাওয়ায় সারাদেশে কমপক্ষে ১৪ দিনের সম্পূর্ণ শাট ডাউন বা সবকিছু বন্ধ রাখার সুপারিশ করেছে করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালত সহ সবকিছু বন্ধ রাখার পরামর্শ কমিটি।
করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে, ভারতের সনাক্ত হওয়া করোনা ভাইরাসের ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে এবং দেশে এর প্রকোপ অনেক বৃদ্ধি পেয়েছে। এ ধরনের ভাইরাসের সংক্রমন ক্ষমতার তুলনামূলক ভাবে অনেক বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষনে সারা দেশেই উচ্চ সংক্রমন, পঞ্চাশের বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ দেখা যায়। রোগ প্রতিরোধের জন্য খন্ড খন্ডভাবে গৃহিত কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্যান্য দেশে বিশেষ করে পাশ^বর্তী দেশ ভারতের অভিজ্ঞতা হলো, কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ সম্ভব নয়। ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন, যেসব স্থানে পূর্ণ শাট ডাউন প্রয়োগ করা হয়েছে, সেখানে সংক্রমন নিয়ন্ত্রিত হয়েছে। তাই শাট ডাউন বলতে পরামর্শক কমিটি বোঝাতে চায় ‘কারফিউ’ অবস্থার। যেখানে জরুরি ছাড়া সব কিছুই থাকবে বন্ধ। ঘর থেকে বের হলেই শাস্তি।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ১৪ দিনের জন্য এ শাট ডাউন রাখার পরামর্শ দিয়েছে। সরকার সবকিছু বিবেচনা করে প্রথম অবস্থায় সাতদিনের শাট ডাউন দিয়েছে। এ ক্ষেত্রে জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব সরকারি বেসরকারি অফিস-আদালত, শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য, দোকান, রেস্তোরা সহ সব ধরনের বিপনি বিতান বন্ধ থাকবে। জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবে না। খাবার ও নিত্যপণ্যের জন্য দোকান-বাজার নির্দিষ্ট সময়ের জন্য খুলে তা আবার বন্ধ করে দেওয়া হবে। আর যৌক্তিক জরুরি কারন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই শাস্তি ভোগ করতে হবে। এ ব্যবস্থা বাস্তবায়নে আগে যেহেতু সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসন কাজ করেও সুবিধা করতে পারে নি। তাই এবার প্রয়োজনে সেনা বাহিনীর সহায়তা নেবার পরামর্শ দেয়া হয়েছে।
গত বছরের মার্চ থেকে লক ডাউন দিয়ে বার বার সময় বাড়ালেও মানুষের বেপরোয়া স্বভাব তাদের ঘরে আটকে রাখতে পারছে না। দিন আনা দিন খাওয়া মানুষেরা তাদের পেটের ক্ষুধা নিবারনের জন্য ঘর থেকে বেড়িয়ে আসে। তাই লক ডাউন আর পেটের ক্ষুধা একসাথে চলতে পারে না। তাই সরকারের উচিত দিন আনা দিন খাওয়া মানুষদের খাদ্য সহায়তা করা। নইলে যতই লক ডাউন বা শাট ডাউন দেওয়া হোক না কেন মানুষকে ঘরে আটকে রাখা সম্ভব হবে না। মানুষকেও সচেতন হতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মহামারি থেকে নিজে বাঁচবে এবং দেশকে বাঁচাবো।