নোয়াখালীর সেনবাগে করোনায় আক্রান্ত হয়ে মোঃ আবুল কালাম (৬০) নামের এক আবুধাবী প্রবাসীর মৃত্যৃ হয়েছে। তার বাড়ি সেনবাগ উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের ৭নং ওযার্ড পশ্চিম কাবিলপুর গ্রামের সুলতান মুন্সির বাড়ি। গত ৭মাস আগে সে আবুধাবী থেকে বাংলাদেশে আসে। গত কয়েকদিন থেকে আবুল কালামের জ¦র শর্দি কাশী সহ নানা উপসর্গ দেখা দেয়। এরপর সে শনিবার (২৬জুন) সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ করোনা পরীক্ষার জন্য নমুনা সরবরাহ করে। রোববার তার সরবরাহ করা নমুনা করোনা প্রজেটিভ আসে। পরবর্তীতে ওই দিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ পক্ষ থেকে তাকে প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ করে এবং বাড়িতে চিকিৎসা সেবা চালু করে। এরপর চিখিৎসার্ধীন অবস্থায় সোমবার সকাল ৭টার সময় সে নিজ বাড়িতে মারা যান। আস সোমবার সেনবাগে আরো ৭জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন,সেনবাগ উপজেলা রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা (এমওডিসি)ডাক্তার নির্ময় পাল।