সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার ৭২৬ জন এবং মারা গেছে ৩৯ লাখ ৩৮ হাজার ৮৬৮ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ৬৩ লাখ ৮৫ হাজার ৬৩৬ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ১৫ লাখ ৪২ হাজার ২২২ জন।
বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মারা যাওয়ার হার ২ শতাংশ। সারা বিশ্বে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে ৮০ হাজার ৪৬০ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪৪ লাখ ৯৪ হাজার ৬৭৭ জন এবং মারা গেছে ছয় লাখ ১৯ হাজার ৪২৪ জন।