’সোনালী আশেঁর সোনার দেশ মুজিববর্ষে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরমান হোসেন। অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আলম, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা শাসসুদ্দিন ফিরোজ ও উপজেলা কৃষি উপ-সহকারি কর্মকর্তা নাজমুল হক প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার শতাধিক প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন।