আওয়ামী লীগ সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের কাছে সার পৌঁছে দিচ্ছে। বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি জানান, কৃষি বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। অথচ বিএনপি সরকারের আমলে সারের দাবিতে আন্দোলন করে কৃষককে গুলি খেতে হয়েছে। বিএনপি কখনোই চায়নি বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন হোক।
কৃষিতে প্রযুক্তির ছোঁয়া। যা বদলে দিচ্ছে কৃষির আদল। হচ্ছে বাণিজ্যিকীকরন। অপ্রচলিত কৃষিপণ্যেও এসেছে সাফল্য। গেল কয়েক বছরে কৃষিতে বেড়েছে নারীর অংশগ্রহনও। বেড়েছে গবেষণা। ফলে খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ন বাংলাদেশ।
কৃষির এমন প্রসারে যাদের অবদান এমন ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেয়া হল বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার।
আজ রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। আয়োজনের শুরুতে, সরকারপ্রধানের পক্ষে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক তুলে দেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।