কঠোর লকডাউন ঘোষণা হওয়ার পর রাজধানী ছাড়ছে নগরবাসী। ঢাকার চারপাশের জেলাগুলোতে কঠোর বিধিনিষেধ চলার কারণে নেই গণপরিবহণ। তাই বিভিন্ন উপায়ে ঢাকা ছাড়ছেন তারা। আর, বাস কাউন্টারে বিক্রি হচ্ছে মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ির টিকিট।
শনিবার (২৬ জুন) সকাল থেকেই দেখা যায়, গাবতলী এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনে করে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। এক্ষেত্রে তাদের গুণতে হচ্ছে বাড়তি ভাড়া।
চেকপোস্টে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে প্রায় প্রতিটি গাড়ির। যথাযথ কারণ দেখাতে না পারলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। এমনকি প্রেস লেখা গাড়িতে চলছে যাত্রী পরিবহণ। আর তার টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে কাউন্টারে। যদিও ক্যামেরা দেখে পুরো বিষয়টি চেপে যান যাত্রী ও কাউন্টারের লোকজন।