নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বজলের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বজলের বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের হ্যাপী মহলের বাসায় শনিবার দুপুর ২টা ৩০মিনিটে একদল দুর্বৃত্ত এ হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে ২টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বজল জানান, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। ১০-১২টি মোটর সাইকেল যোগে হেলমেট পরা একদল সন্ত্রাসী আমার বাড়ির সামনে এসে অবস্থান করে। সেখান থেকে ৭-৮জনের একদল আমার বাসা লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় আমাকে হত্যার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে। স্বজল আরও বলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা এ হামলা ঘটিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, হেলমেট বাহিনী স্বজলের বাড়ি লক্ষ করে ৪টি ককটেল ছুড়ে মারে। এতে ২টি বিষ্ফোরিত হয়। অবিষ্ফোরিত ২টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থান গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শাহাদাত হোসেন স্বজল বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী ও বসুরহাট পৌরসভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাকসুদাহ আক্তার হ্যাপীর ছেলে।