পটুয়াখালীর বাউফল থানা পুলিশ রুনা আকতার (৩০) নামের এক ওয়ারেন্টভুক্ত মানব পাচারকারী মামলার আসামীকে গ্রেফতার করেছে। আজ শনিবার (২৭জুন) সকাল ৭টায় রুনার মামাবাড়ি বাউফল উপজেলার মান্দারবন থেকে বাউফল থানার এ এস আই শামীম হাওলাদার সঙ্গীয় ফোর্স নিয়ে রুনাকে গ্রেফতার করেছে। রুনা বাউফল উপজেলার কাছিপাড়া ইউপির কারখানা গ্রামের আনোয়ার চৌকিদারের কন্যা।
সূত্র জানায়,রুনা মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য। রুনাকে ঢাকার পল্টন থানার মানব পাচার মামলার (নম্বর০৭/১৫, ধারা ১৩/৭) ওয়ারেন্টমুলে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় দীর্ঘসময় তিনি পলাতক ছিলেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আসামী রুনাকে ওয়ারেন্টমুলে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে পটুয়াখালী জেল হাযতে প্রেরন করা হয়েছে।