শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে চেক রিপাবলিকের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশকয়েকটি গ্রাম ল-ভ- হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের তা-বে আহত হয়েছে অন্তত দেড়শ' জন। স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবারের এই ঘূর্ণিঝড়ে ব্রেকলেভ ও হুদুনিন জেলার বেশকয়েকটি গ্রামের ঘরবাড়ির ছাঁদ ও গাছপালা উপড়ে গেছে। সারা দেশ থেকে উদ্ধারকারীরা গ্রামগুলোতে উদ্ধার অভিযান চালাচ্ছে। এছাড়াও প্রতিবেশী দেশ অস্ট্রিয়া ও স্লোভাকিয়া থেকেও উদ্ধারকাজে সহায়তার জন্য লোক পাঠানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় একটি হাসপাতালে অন্তত ২০০ মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘূর্ণিঝড়ের কারণে এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিহীন প্রায় ১ লাখ ঘরবাড়ি। টুইট বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।