হাঙ্গর,ডলফিন, কচ্ছপসহ বিলুপ্তপ্রায় সামুদ্রিক প্রানী শিকার থেকে বিরত থাকবেন এমন অঙ্গীকার নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় শেষ হলো সমুদ্রগামী মাছ ধরা ট্রলার মাঝিদের নিয়ে তিনদিনের জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক কর্মশালা।
বৃহস্পতিবার বিকালে কলাপাড়ার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
ওয়ার্ল্ড ফিস ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও ইকোফিস-২ প্রকল্পের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু,কুয়াকাটা টোয়াক এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।
অনুষ্ঠানে সামুদ্রিক জীববৈচিত্র ধ্বংসের ক্ষতির প্রভাব ও জেলেদের করনীয় বিষয়ে আলোচনা করেন ইকোফিস পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি।
কর্মশালায় উপস্থিত ট্রলার মাঝিরা সমুদ্র সম্পদ রক্ষায় তারা সমুদ্রের বিলুপ্তপ্রায় মৎস্য সস্পদ শিকার বন্ধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সমুদ্রে বর্জ্য না ফেলার অঙ্গীকার করেন। একই সাথে সমুদ্রে দূর্যোগকালীন সময়ে সবাই লাইফ জ্যাকেট সঙ্গে রাখার প্রতিশ্রুতি দেন জেলেরা।
কর্মশালা শেষে, উপস্থিত ৩০ ট্রলার মাঝিকে লাইফ জ্যাকেট ও ট্রলারে বর্জ্য ফেলার বাস্কেট সরবরাহ করা হয়।