সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি কোম্পানীগঞ্জের এ শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পরিবর্তন চাই। কোম্পানীগঞ্জে চরফকিরা, চরএলাহী, রামপুর, মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নে অপরাজনীতির হোতারা যে তান্ডব চালাচ্ছে আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি এসব বন্ধ না করা হয়, এর দায়-দায়িত্ব সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নোয়াখালীর ডিসি, এসপি, কোম্পানীগঞ্জ উপজেলার ইউএনও, এসিল্যান্ড, ওসি ও ওসি (তদন্ত)কে নিতে হবে।
কাদের মির্জা বলেন, আমি কোম্পানীগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলেছি, হরতাল, অবরোধ দিয়ে কোম্পানীগঞ্জকে অচল করে দেওয়া হবে। তিনি বৃহস্পতিবার দুপুর ২টায় তার ফেসবুক আইডি থেকে ৪১ মিনিটের লাইভে এসে এসব কথা বলেন।
কাদের মির্জা বলেন, ওবায়দুল কাদের সাহেব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনি এবং আপনার স্ত্রী ইসরাতুন্নেছা কাদেরের আমলনামা আমার কাছে আছে। আমি তা জনসম্মুখে তুলে ধরব। আপনি কত খেলা খেলতে চান খেলেন।
তিনি বলেন, আমি জননেত্রী শেখ হাসিনাকে বলব আপনি কালক্ষেপণ না করে ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করুন। তদন্ত কমিটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিহত সাংবাদিক মুজাক্কির ও সিএনজি চালক আলাউদ্দিনের হত্যাকান্ডের প্রকৃত খুনিরা বের হয়ে আসবে।
কাদের মির্জা বলেন, দুঃখজনক হলেও সত্য নোয়াখালীর অপরাজনীতির হোতা অস্ত্রবাজ, মাস্তান, টেন্ডারবাজ, একরাম চৌধুরী ও তার সাথে থাকা বহিরাগত অপশক্তি নেতৃত্বে কোম্পানীগঞ্জে নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। একরাম আজকে নিজেকে নোয়াখালীর মুকুটহীন স¤্রাট মনে করে। নোয়াখালী আ.লীগের তথাকথিত সভাপতি খায়রুল আনম সেলিম, আবদুল ওয়াদুদ পিন্টুসহ অনেকে তাকে রাজনীতিতে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।