বন্ধ হয়ে গেল হংকংয়ের বৃহৎ গণতন্ত্রপন্থি সংবাদপত্র অ্যাপল ডেইলি। ২৬ বছরের পুরনো পত্রিকার ডিজিটাল সংস্করণও বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে আর আপডেট হবে না। শেষ সংস্করণ বের করে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়ে হংকংয়ের বৃহৎ গণতন্ত্রপন্থি প্রত্রিকা অ্যাপল ডেইলির কর্মীরা। বুধবার মধ্যরাতেই বের হয় শেষ সংস্করণটি। এরমধ্যদিয়ে প্রতিষ্ঠার ২৬ বছর পর এদিন শেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে জনপ্রিয় এই সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়। এর আগে বুধবারই নিরাপত্তার কথা বলে পত্রিকাটি বন্ধ করার কথা জানায় পত্রিকাটি। ট্যাবলয়েড পত্রিকাটি চীন ও হংকংয়ের শাসকদের সমালোচনায় মুখর ছিল। প্রায় ৩০টি প্রতিবেদনে জাতীয় সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। আটক করা হয় অ্যাপল ডেইলির প্রধান সম্পাদক ও পাঁচজন নির্বাহীকে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা জিমি লাই আগে থেকেই নানা অভিযোগে কারাগারে রয়েছেন। এ ছাড়া পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট তিন কোম্পানির সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগে সংবাদ প্রকাশের জেরে দেশটির বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে গত সপ্তাহে ট্যাবলয়েড পত্রিকাটির কার্যালয়ে অভিযান চালায় দেশটির পুলিশ। এ সময় তারা পত্রিকাটির প্রধান সম্পাদক ও পাঁচজন কার্যনির্বাহীকে আটক করে। পাশাপাশি কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টগুলো স্থগিত করে দেয়।