মোবারকগঞ্জ চিনিকলে কারখানার কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের মাঝে মাস্ক বিতরণ ও করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ১০ টায়।
এসময় প্রধান অতিথি ছিলেন মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল,কারখানা ব্যবস্থাপক(জিএম)আলমগীর হোসেন যান্ত্রিক বিভাগের ডিসিএমই বিধান চন্দ্ররায়, প্রকৌশলী তানজীবুল জোয়াদ্দার রফিকুল ইসলাম,সোহেল আহম্মেদ প্রমুখ।
এসময় মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল শ্রমিক কর্মচারিদের মধ্যে ২,শত মাস্ক বিতারন করেন।