নোয়াখালীর সেনবাগে র্যালী, কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে পৃথক চারটি স্থানে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এউপলক্ষে বুধবার বিকেলে নোয়াখালী-২ (সেনবাগ সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি আলহাজ্ব মোরশেদ আলম নেতৃত্বে প্রতিষ্ঠাবাষির্কীতে সেনবাগ ডাক বাংলোর সামনে থেকে একটি বণার্ঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাহার উল্লাহ বাহারের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন এবং কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি আলহাজ্ব মোরশেদ আলম, বিশেষ অতিথি এফবিসিসিআইয়ের পরিচালক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শওকত হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক লেবু ,কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক একেএম জাকির হোসেন জুয়েল,আওয়ামীলীগ নেতা নুরুল হুদা হোদন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথি কেক কেটে আওয়ামী লীগের ৭২তম জন্মদিন পালন করে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেযারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী,সাবেক সেক্রেটারী ও পৌরসভার মেয়র আবু জাফর টিপু,ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষে কেক কেটে জন্মদিন পালন করাহয়।