ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেলের ধাক্কায় অনিমা দে (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলার রাজাপুর গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নিহত অনিমা দে উপজেলার রাজাপুর গ্রামের মৃত হিল্লাল দে’র স্ত্রী।বুধবার সকালে অনিমা দে নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি মোটর সাইকেল অনিমাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে মাথায় গুরতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।