ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায় কাজের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে, (২৩ জুন )এলাকাবাসীর পক্ষে খাইরুল বাশার, সোহেল রানা, খোশেদ আলম বেপারী স্বাক্ষরিত লেখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার এর কাছে প্রদান করেন।
নির্বাহী অফিসার অভিযোগটি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বর্তমান অর্থবছর ২০২০-২১-এ কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ২য় পর্যায় ফুলবাড়ীয়া টু শিবগঞ্জ পাকা রাস্তা হইতে কালির ঘর পর্যন্ত রাস্তা সংস্কার বাবদ দুইলক্ষ আশি হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগে আরো উল্লেখ করেন বিশ হাজার টাকার কাজও করা হয় নাই।
রাস্তার দুই সাইডের ঘাস ছেটে দিয়ে সমান করে সামান্য কিছু মাটি ফেলেই তাহাদের কাজ শেষ হয়ে গেছে। বাকি টাকা আত্নসাৎ করিবার চেষ্ঠা করিতেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাকাওয়াত হোসেন লেখিত অভিযোগ কথা স্বীকার করে বলেন, সরজমিনে গিয়ে তদন্ত ও খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।