ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সভা বুধবার (২৩ জুন) সকাল ১০ টায় মতিঝিলস্থ এক হোটেলে অনুষ্ঠিত হয়। প্রেসিডিয়াম সভায় সভাপতির বক্তব্যে দলের মহাসচিব সাবেক পি.পি অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, কারাবন্দী দলীয় চেয়ারম্যান, সাবেক এম.পি এম. এ আউয়াল তার রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণিত হবেন বলে মহাসচিব অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খান আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসিডিয়াম সভায় গৃহীত এক সিদ্ধান্তে দলীয় চেয়ারম্যান এম. এ আউয়ালের অনুপস্থিতি কালীন সময়ে প্রেসিডিয়ামের সিদ্ধান্তক্রমে মহাসচিব অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খানকে দল পরিচালনার সার্বিক দায়িত্ব প্রদান করে দলের সাংগঠনিক কর্মকা- জোরদার করার জন্য অনুরোধ করা হয়। প্রেসিডিয়াম সভায় আলোচনাক্রমে আগামী জুলাই মাস ব্যাপী ইসলামি গণতান্ত্রিক পার্টির ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে দলীয় মহাসচিবের উপস্থিতিতে জেলা শাখা সমূহের কর্মী সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়াও দলকে শক্তিশালী ও গতিশীল করতে আগামী ৭ আগস্ট ঢাকায় প্রেসিডিয়াম সদস্যদের সাথে জেলা শাখা সভাপতিদের যৌথ সভা এবং ২৮ আগস্ট দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
দলের মহাসচিব অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রেসিডিয়াম সভায় উপস্থিত ছিলেন কাজী মাসুদ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মোঃ ওমর ফারুক, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবু বকর, জগদীশ সরকার,সুফিয়া রশিদ, শারমিন আফাজ ও নাজমা ইসলাম প্রমূখ।