ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এ সময় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।