মিয়ানমারের ৮ ব্যক্তি এবং ৪ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য। সোমবার নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়া হয়। গত ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান এবং এরপরে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের সহিংসভাবে দমনের অভিযোগে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞায় থাকা ৮ ব্যক্তি হলেন জান্তা সরকারের মন্ত্রী-উপমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল, যারা গণতন্ত্র ও আইনের শাসন ক্ষুন্ন করে মানবাধিকার লঙ্ঘন করেছেন। বাকি ৪ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন ৩টি অর্থনৈতিক সংস্থা এবং সাবেক সেনাদের একটি সংস্থা। সামরিক বাহিনীর আয় বা কর্মকাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রাখছে এসব প্রতিষ্ঠান।