অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা উচিত বলে জানিয়েছে ইউনেস্কো। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্তমানে ঝুঁকিতে রয়েছে ১৯৮১ ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ঘোষিত স্থানটি। জাতিসংঘের সংস্কৃতি বিষয়ক সংস্থাটি বলছে, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীরটিকে বিপদে থাকা পর্যটন স্থান হিসেবে চিহ্নিত করা হতে পারে। সেই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা কমাতে অস্ট্রেলিয়াকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। ইউনেস্কোর এমন সিদ্ধান্তের দ্বিমত জানিয়ে অস্ট্রেলিয়ার পরিবেশমন্ত্রী বলেছেন গ্রেট ব্যারিয়ার রিফ নিয়ে এমন পদক্ষেপ নেয়া উচিত হবে না। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে সমুদ্রেও। ফলে ঝুঁকি রয়েছে সবচেয়ে বড় প্রবাল প্রাচীরটির জীববৈচিত্র্য বলছেন বিজ্ঞানীরা। প্রাকৃতিক ও সামুদ্রিক জীববৈচিত্র্য সমৃদ্ধ গ্রেট ব্যারিয়ার রিফ ২,৫০০ থেকে ২,৯০০টি একক প্রবাল প্রাচীরের সমন্বয়ে গঠিত। সামুদ্রিক মাছ ও মলাস্কা প্রজাতির প্রাণির পাশাপাশি এখানে আছে সবুজ কচ্চপের মতো অনেক বিলুপ্ত প্রায় প্রাণি।