কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন। গত সোমবার (২১জুন) দুপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ এ পুরষ্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শুদ্ধাচার পুরষ্কারের জন্য কর্মক্ষেত্রে পেশাগত জ্ঞান ও দক্ষতা, সততার নিদর্শন, নির্ভরযোগ্যতা ও কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধ, সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ, সেবাগ্রহীতার সঙ্গে ভালো আচরণ, প্রতিষ্ঠানের বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীলতা, সমন্বয় ও নেতৃত্বদানের ক্ষমতা, তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা, পেশাগত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সচেতনতা, উদ্ভাবনী চর্চার সক্ষমতা, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে তৎপরতা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, স্বপ্রনোদিত তথ্য প্রকাশে আগ্রহ, উপস্থাপন দক্ষতা, ই-ফাইল ব্যবহারে আগ্রহ এবং অভিযোগ প্রতিকারে সহযোগিতা এ পুরষ্কার পাওয়ার গুণাবলী হিসেবে বিবেচনা করা হয়।
তন্মধ্যে, চলতি অর্থ বছরে খামার বাড়ি কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা প্রধানদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন এবং চতুর্থ থেকে ১০ম গ্রেড থেকে এ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগকে এ পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে। পুরষ্কার হিসেবে তাদের সনদপত্র ও এক মাসের মূল বেতনের সম-পরিমান অর্থ প্রদান করা হবে।
শুদ্ধাচার পুরষ্কার পাওয়ায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ বলেন, কাজের স্বীকৃতি স্বরূপ আমাদের এ পুরষ্কার প্রদান করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সম্মাননা ভবিষ্যতে পেশাগত দায়িত্ব ও কর্তব্য পালনে আরও বেশী অনুপ্রেরণা যোগাবে।