রাজধানীর খিলগাঁওয়ের তিলপাড়ার ৭ নম্বর গলির কালভার্টের উপর থেকে পড়ে একটি শিশু নিখোঁজ হয়েছে। তাৎক্ষণিকভাবে শিশুটির বয়স এবং নাম জানা যায়নি। মঙ্গলবার (২২জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
খিলগাঁও ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. রমিজ বলেন, সকাল সোয়া ১০টার দিকে একটি শিশু খালে পড়ে যাওয়ার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে। শিশুটিকে উদ্ধারে ডুবুরি দলও অভিযানে অংশ নিয়েছে।