বাংলাদেশ জুয়েলার্স সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার দ্বি-বর্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হয় শেরে বাংলা রোডে চায়না প্লাজার ৩য় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে। সকল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ১৪৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৩৮ জন। ১ জন ভোটার দেশের বাইরে এবং ২ জন গুরুত্বর অসুস্থতার কারণে মোট ৩ জন ভোট প্রদান করতে পারেননি। ১৩৮ ভোটের মধ্যে ভোট বাতিল করা হয় ৫টি। ভোট গণনা শেষে ঘোষণা করা হয় নির্বাচনী ফলাফল। সভাপতি পদে মৌ জুয়েলার্সের প্রোপ্রাইটর মো. হানিফ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সৌরভ জুয়েলার্সের প্রোপ্রাইটর মো. ফজলুল হক ভুট্টু, প্রাপ্ত ভোট ৫৪। সহভাপতি পদে মিলন জুয়েলার্সের প্রোপ্রাইটর মো. আনারুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে উর্মি জুয়েলার্সের প্রোপ্রাইটর মো. ওবায়দুল ইসলাম ১০৫ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি ছিলেন নাদিম জুয়েলার্সের মো. নাদিম প্রাপ্ত ভোট ৩১। সহসাধারণ সম্পাদক পদে হিমু জুয়েলার্সের মো. হাসান আলী সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে বাদশা জুয়েলার্সের মো. শাহাদাত হোসেন বাদশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এডভোটেক এসএম ওবায়দুর রহমান ও সহকারি প্রধান প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. মমিনুর রহমান খান ও শ্রী জয়দেব কুমার জয়।