কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের দামপাড়া বাজারের পূর্বপাড়া নুরুল ইসলাম কলেজ মার্কেটের সংলগ্ন লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র ঘোষের দুটি মিষ্টির গোডাউনে রোববার ভোর রাতে আগুন লেগে চিনি, ময়দা, মিষ্টি, সয়াবিন তেলসহ ১৫ লক্ষ টাকার জিনিসপত্র ক্ষতি সাধন হয়েছে বলে জানা গেছে। এ ঘটনাটি ঘটে গোপাল চন্দ্র ঘোষের গোডাউনের পাশে মিষ্টির চুলা থেকে অগ্নি কান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে। জানা যায়, গোপাল চন্দ্র ঘোষের গোডাউনে ৬০ বস্তা চিনি, ১০ ড্রাম সয়াবিন তেল, ৫০ মণ মিষ্টি, ১০ বস্তা ময়দাসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিসাধন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ব্যাপারে লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী গোপাল চন্দ্র ঘোষ রোববার বিকালে নিকলী থানায় একটি সাধারণ ডায়রি করেন।