ভৈরবে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর বিতরণ করা হয়েছে। ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের ৪টি ও সাদেকপুর ইউনিয়নের ১টি মোট ৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতক জমির উপর দুই কক্ষ বিশিষ্ট আধা পাকা ঘরের চাবি ও প্রয়োজনীয় দলিলপত্র বিতরণ করা হয়। রোববার সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ২য় পর্যায় এর শুভ উদ্বোধন করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২য় পর্যায়ে সারাদেশে একযুগে ৫৩হাজার ৩শ ৪০টি পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ সায়দুল্লাহ মিয়া,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ¦ ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন র্কমর্কতা জিল্লুর রহমান রাশেদ ভৈরব শহর পুলিশ ফাড়িঁর ইনচার্জ শ্যামল মিয়া প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে প্রশাসন ও পরিষদের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
করোনা মহামারীতে প্রদানমন্ত্রীর এ উপহার পেয়ে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবার গুলো।