কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পৃথক অভিযানে ১০৯ পিস ইয়াবা ও ১১০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দিনগত রাতে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর (পাইকারপাড়া) ও মধ্য আড়াইবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন-হোসেনপুর উপজেলার পূর্ব দ্বীপেশ্বর (পাইকারপাড়া) এলাকার আবদুল হাইয়ের ছেলে মো. ওয়াহিদ (৩৫), পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার জম্মজয় এলাকার মৃত আ. খালেকের ছেলে মো. খসড়- মিয়া (৩৬), হোসেনপুর উপজেলার মধ্য আড়াইবাড়িয়া এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. খুরশিদ খা (৬৬) ও একই এলাকার মো. খুরশিদ খার ছেলে মো. রাজন খা (৩২)।
পুলিশ জানায়, শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব দ্বীপেশ্বর (পাইকারপাড়া) ও মধ্য আড়াইবাড়িয়া এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এ সময় পূর্ব দ্বীপেশ্বর (পাইকারপাড়া) এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. ওয়াহিদ (৩৫) ও মো. খসড়- মিয়াকে (৩৬) আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০৯ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ এক হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একই সময়ে মধ্য আড়াইবাড়িয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী মো. খুরশিদ খা (৬৬) ও মো. রাজন খা’কে (৩২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ২৮ হাজার ৪৮৫ টাকা উদ্ধার করা হয়।
হোসেনপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে আটকের পর চার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার (২০ জুন) দুপুরে তাদের কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।